Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড

(১) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প (সিলেট জোন) এর আওতায় রাজনগর - কুলাউড়া - জুড়ী - বড়লেখা - বিয়ানীবাজার - শেওলা - চারখাই (আর-২৮১) সড়কে ১টি সেতু (৮২.০৯ মিটার) ও ২টি কালভার্ট (৪ মিটার) নির্মাণ, ১৪.৪০ কিঃমিঃ সড়ক মজবুতীকরণসহ ওভারলে কাজ চলমান।

 

(২) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্প (সিলেট জোন) এর আওতায় জুড়ী - লাঠিটিলা (আর-২৮২) সড়কে ৭টি কালভার্ট (১৫ মিটার) নির্মাণ, ১০.৪০ কিঃমিঃ সড়ক প্রশস্থকরণ, ১.০০ কিঃমিঃ পুনঃ নির্মাণসহ ০.৭০০ কিঃমিঃ সড়ক নতুন নির্মাণসহ ১২.১০ কিঃমিঃ সড়কে ওভারলে কাজ চলমান।

 

(৩) জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জোন) ২য় পর্যায়ের আওতায় (১) মৌলভীবাজার - শমসেরনগর - চাতলা চেকপোস্ট (জেড-২০০২), (২) কুলাউড়া - শমসেরনগর - শ্রীমঙ্গল (জেড-২০০৩), (৩) কুলাউড়া - পৃথিমপাশা - হাজীপুর - শরিফপুর (জেড-২৮২২) ও (৪) জুড়ী - ফুলতলা - বটুলী (লিংক টু গাজীপুর) (জেড-২৮২৩) মোট ৪টি সড়কে ১৯টি কালভার্ট (১১৭.০০ মিটার) নির্মাণ, ৯৬.৫৯ কিঃমিঃ সড়ক প্রশস্থকরণ, মজবুতীকরণসহ ওভারলে এবং আনুষঙ্গিক অন্যান্য উন্নয়ন কাজ চলমান।

 

(৪) কুলাউড়া - পৃথিমপাশা - হাজীপুর - শরিফপুর সড়কের ১৪তম কিঃমিঃ এ মনু নদীর উপর রাজাপুর সেতু নির্মাণসহ প্রায় ৭.৫০ কিঃমিঃ সংযোগ সড়ক নির্মাণ কাজ চলমান।