এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৌলভীবাজার সড়ক বিভাগাধীন জুড়ী (ক্লিভডন) – কুলাউড়া (গাজীপুর) (জেড-2024) সড়কের বিভিন্ন অংশের সংস্কার/মেরামত/উন্নয়ন কাজের জন্য আগামী 05/03/2024 খ্রিঃ তারিখ (মঙ্গলবার) হতে 09/03/2024 খ্রিঃ তারিখ (শনিবার) পর্যন্ত দিলদারপুর হতে কাপনা পাহাড় চা বাগান সড়কাংশে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময়ে উল্লেখিত সড়কাংশ দিয়ে চলাচলকারী সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সাময়িক অসুবিধার জন্য সওজ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস