Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সড়ক ও জনপথ অধিদপ্তর প্রদত্ত বিভিন্ন সেবা

ক)                সড়ক নির্মান ও রক্ষনাবেক্ষন সরঞ্জাম/যন্ত্রপাতি অধিদপ্তরের কাজের বাইরেও জনসাধারনের ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে ভাড়ায় প্রদান।

খ)                সড়ক নির্মানের বিভিন্ন উপকরন ও নির্মান সামগ্রী নির্ধারিত ফি এর মাধ্যমে সড়ক গবেষনাগারে পরীক্ষাকরন।

গ)             আরএইচডি ট্রেনিং সেন্টার, মিরপুরে সওজ অধিদপ্তরের প্রকৌশলীদের প্রশিক্ষনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স ও কম্পিউটার বিষয়ের উপর ব্যক্তিগত কিংবা প্রতিষ্ঠানগত ইচ্ছুক শিক্ষার্থীদের নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে প্রশিক্ষন প্রদান।

ঘ)               সিএনজি ফিলিং ষ্টেশন/রুপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বানিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।

ক্রমিক নং

সেবার বিবরন

অনুসন্ধানের জন্য যোগাযোগ

ক)

সিএনজি ফিলিং ষ্টেশন/রুপান্তর কারখানা এবং পেট্রোল/ডিজেল পাম্প স্থাপন, আবাসিক/বানিজ্যিক/শিল্প কারখানার জন্য প্রবেশ পথ এবং সামাজিক বনায়ন ও মৎস্য চাষের জন্য সড়ক ও মহাসড়কের পার্শ্বের সরকারী জমি স্বল্প ও দীর্ঘ মেয়াদে লীজ প্রদান।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এম,আই,এস এন্ড এষ্টেটস সার্কেল, ঢাকা।

খ)

সড়ক গবেষনাগারে বিভিন্ন উপকরনের পরীক্ষাকরন সংক্রান্ত।

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সড়ক গবেষনাগার,মিরপুর, ঢাকা।

গ)

সড়ক গবেষনাগারে বিভিন্ন উপকরনের পরীক্ষার জন্য ব্যবহ্রত বিবিধ যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সড়ক গবেষনাঘার,মিরপুর, ঢাকা।

ঘ)

সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষনে ব্যবহ্রত বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতির ভাড়ায় সরবরাহ

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সরঞ্জাম নিয়ন্ত্রন ও সংগ্রহ সার্কেল, ঢাকা।

ঙ)

জেলা ওয়ারী টোল সেতু/সড়কের অবস্থান।

সংশি­ষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী।

চ)

 জেলা ওয়ারী ফেরী সার্ভিস।

সংশি­ষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী।

ছ)

আর এইচ,ডি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সংক্রান্ত তথ্যাদি।

পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) সওজ, প্রশিক্ষন কেন্দ্র, ঢাকা।

জ)

অভিযোগ ও পরামর্শ সংক্রান্ত

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রশাসন ও সংস্থাপন, ঢাকা।

অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় টেলিফোন নম্বর সমূহ

দপ্তরের নাম

টেলিফোন নম্বর

ফ্যাক্স নম্বর

প্রধান প্রকৌশলী

(০২) ৯৫৬২৮২৯

(০২) ৯৫৬২৭৯৮

অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পরিকল্পনা ও রক্ষনাবেক্ষন উইং, ঢাকা।

(০২) ৯৫৬২৮২১

(০২) ৯৫৫৭১০৩৩

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রশাসন ও সংস্থাপন, ঢাকা।

(০২) ৯৫৫৪৬৪৭

(০২) ৭১৬৬৭৭২

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এম,আই,এস, এন্ড এষ্টেটস সার্কেল, ঢাকা।

(০২) ৭১৭৬৮৪১

(০২) ৭১৭৬৮৪১

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক গবেষনাগার, ঢাকা।

(০২) ৯০০২০৪৬

(০২) ৯০০২০৪৬

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সরঞ্জাম নিয়ন্ত্রন ও সংগ্রহ সার্কেল, ঢাকা।

(০২) ৯৫৫৬১৩০

(০২) ৯৫৫৬১৩০

তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ফেরী প­ানিং সার্কেল, ঢাকা।

(০২) ৯৫৬৬৬৮৩

(০২) ৯৫৫৬২৭৩

পরিচালক, আর, এইচ, ডি, ট্রেনিং সেন্টার, ঢাকা।

(০২) ৮০৫০৯৬৪

(০২) ৯০০৯৬৭৮

প্রধান বৃক্ষপালনবিদ, মিরপুর, ঢাকা।

(০২) ৯০০০৬৩৪

(০২) ৯০০০৬৩৪

সড়ক ও জনপথ অধিদপ্তরের  ওয়েব সাইট : www.rhd.gov.bd

সড়ক ও জনপথ অধিদপ্তর দেশে একটি আধুনিক, নিরাপদ এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক নির্মান ও রক্ষনাবেক্ষনে সদা নিয়োজিত।