এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৌলভীবাজার - শমসেরনগর - চাতলা চেকপোষ্ট সড়ক (জেড-২০০২) সড়কের বিভিন্ন স্থানে অদ্য ২২/০৮/২০২৪ খ্রিঃ তারিখে ১০ তম কিলোমিটারে ধলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ হওয়া বিদ্যমান পুরাতন চৈত্রঘাট ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বন্যার পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, বন্যার পানি নেমে যাওয়া পর্যন্ত উল্লিখিত সড়কে সকল প্রকার যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। উল্লিখিত সড়ক দিয়ে চলাচলকারী সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট বিষয়ে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস